ই-মাদরাসাহ কী ও কেন?

একাডেমিক

কওমি মাদরাসা শিক্ষার্থীদের বুনিয়াদি ফন্ন ও কিতাবগুলোতে অত্যন্ত যোগ্য ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিভিন্ন কোর্স নিয়ে আসা। এবং এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের জন্যও সর্বোচ্চ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

নন একাডেমিক

বর্তমান পৃথিবীকে বুঝতে হলে ইংরেজি, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতিসহ যেসব বিষয়ে জানাশোনা থাকা অপরিহার্য, সেসব বিষয়ে একাডেমিশিয়ানদের তত্ত্বাবধানে একাডেমিক কোর্স প্রস্তুত করা। মাদরাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি–নির্বিশেষে সবার জন্য জ্ঞানকে এক্সেসিবল করে তোলা।

দক্ষতাভিত্তিক

নিকট ভবিষ্যতে প্রযুক্তি কর্তৃক দখল হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং যেসব দক্ষতা অর্জন করতে খুব বেশি একাডেমিক পড়াশোনার প্রয়োজন পড়ে না, উপার্জনযোগ্য এমনসব দক্ষতা গড়ে তোলার চেষ্টা করা। এবং এর মাধ্যমে দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা।

শিক্ষা, সততা ও দক্ষতার সমন্বয়

আমাদের কোর্সসমূহ

Original price was: 800.00৳ .Current price is: 550.00৳ .